প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম মন কি বাত অনুষ্ঠানটি বিজয়াদশমীর দিন 3 অক্টোবর 2014 তারিখে প্রতম সম্প্রচারিত হয় । রবিবার যার ১২৫ তম পর্ব। রামনগর মন্ডলের উদ্যোগে আজ প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার ব্যবস্থা করা হয় সুপারি বাগান স্থিত দশরথ দেব অডিটোরিয়ামে।