গতকাল প্রধানমন্ত্রীর বাংলা সফরকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার আনুমানিক তিনটে নাগাদ ডোমজুড়ের একটি বেসরকারি স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুঝে গেছেন পশ্চিম বাংলায় এসে কোন লাভ হচ্ছে না। তাই তিনি কলেজ ছাত্রের মতো স্লোগান দিচ্ছেন। উনি বুঝে গেছেন আর কিছু হবে না। আসতে যেতে হবে। তাই আসছেন। তিনি আরো বলেন, তিনি বুঝে গেছেন ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন। তাঁর ভোট চুরি ধরা পড়ে গেছে