বিশ্রামগঞ্জ থেকে থেলাখুং রাস্তার বেহাল দশায় ক্ষুব্ধ মানুষ। জম্পুইজলা বাজারে সিন্ডিকেটের পাশে রাস্তার একেবারে বেহাল দশা। রাস্তার মধ্যে বড় বড় গর্ত। গর্তের মধ্যে হাঁটু সমান জল এবং কাদা। পথচারী থেকে যানবাহন চালকদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে এই বেহাল রাস্তার কারণে। বিগত প্রায় দুই বছর ধরে রাস্তাটি বেহাল দশা পরিণত।