শনিবার বেলা একটা নাগাদ মাথাভাঙ্গা ৯ নং ওয়ার্ডে ত্রি নাথ কলোনি এলাকা থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল মাথাভাঙ্গা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ওই ব্যক্তির নাম শম্ভু দাস। বয়স আনুমানিক ৩০ বছর বয়স। দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে নিয়ে আসা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে বাড়ির লোকজন দেখতে পায় তার নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপর পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে দেহ উদ্ধার করে। তবে কি কারণে সে আত্মহত্যা করল জানা যায়নি।