সোমবার সকালে নাগরাকাটা মর্মান্তিক দুর্ঘটনার পর এদিন বিকেল চারটা নাগাদ ফের দুর্ঘটনা ঘটল মাল ব্লকের ওদলাবাড়ি চেল সেতু সংলগ্ন নব নির্মিত ফ্লাইওভারে। এদিন দুটি ছোট গাড়ি মুখোমুখি সংঘর্ষে আহত হয় লাল গাড়িতে থাকা দুজন। দুর্ঘটনার পর ফ্লাইওভারে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ছুটে আসে মালবাজার পুলিশ। পুলিশ এসে গাড়ি চলাচল স্বাভাবিক করে।