ফের ভুটান সীমান্ত জয়গাঁ এলাকায় নেশার টেবলেট সহ গ্ৰেফতার দুজন। রবিবার দুপুর তিনটা নাগাদ পুলিশের তরফে জানা যায় গোপন সুত্রের খবরের ভিত্তিতে গতকাল রাতে জয়গাঁ ছোটো মেচিয়াবস্তি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ প্রচুর নেশা টেবলেট সহ বিজয় সুত্রধর ও ছিরিং লামা নামক দুজন যুবককে গ্ৰেফতার করা হয়েছে। জানা গেছে এরা নিজেরা নেশা টেবলেট সেবন করতো ও এলাকায় বিক্রি ও করত। অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস মামলা দায়ের করে এদিন দুপুরে তাদেরকে আলিপুরদুয়ার আদালতে পাঠানো হয়েছে।