Barasat 1, North Twenty Four Parganas | Sep 7, 2025
ভাড়া বাড়লেও এসি লোকালের দাবিতে অনড় বামনগাছি স্টেশনের রেল যাত্রীরা টিকিটের দাম বাড়লেও এসি লোকাল থামানোর দাবিতে অনড় উত্তর ২৪ পরগনার বামনগাছি স্টেশনের যাত্রীরা। শিয়ালদহ-বনগাঁ শাখায় নতুন এসি লোকাল চালু হলেও তা বামনগাছি স্টেশনে থামে না, যার প্রতিবাদে সাধারণ যাত্রী ও মাসিক টিকিট ব্যবহারকারীরা একযোগে গণস্বাক্ষর অভিযান শুরু করেছেন। যাত্রীদের দাবি, বর্তমান ১০ টাকার টিকিটের তুলনায় এসি লোকালের ভাড়া বেশি হলেও তাঁরা তাতে আপত্তি করছেন না। তাঁদের মূল বক্তব্য হলো,