হরপাবান ও ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকা। হরপাবানে নদীতে ভেসে আসা বন্যপ্রাণী আশ্রয় নিয়েছে আলিপুরদুয়ার -১ ব্লকের বিভিন্ন এলাকায়।রবিবার রাত আটটা নাগাদ বন দপ্তর থেকে জানানো হয় এখনও ব্লকের পাতলাখাওয়া ও পূর্ব কাঠাল বাড়ি এলাকায় বন্য প্রাণী লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে।সেটার খোঁজ করছে বন দপ্তর। ইতিমধ্যেই দুই এলাকা থেকে বাইসন ও গন্ডার জঙ্গলে ফেরানো গিয়েছে।তবে আরও বন্যপ্রাণী থাকার সম্ভাবনা রয়েছে।