নবী দিবসের র্যালিতে উপস্থিত বিধায়ক। আজ হজরত মহম্মদ এর জন্মদিন। এই দিনটিকেই নবী দিবস হিসেবে পালন করা হয়। চুঁচুড়া শহরের একাধিক জায়গা থেকে আজ নবী দিবসের র্যালি বের হয়। এদিন চুঁচুড়ার ভাগীরথী লেন থেকেও একটি নবী দিবসের র্যালি বের হয়। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার।