খয়রাশোল ব্লকের নাকড়াকোন্দা অঞ্চলের নওপাড়া গ্রামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ‘আমার পাড়ায় আমার সমাধান’ এবং ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। বিকেল চারটা নাগাদ শুরু হওয়া এই শিবিরে স্থানীয় মানুষজন বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে ও নানান সমস্যার সমাধান করতে উপস্থিত হন। শিবিরে সরকারি দপ্তরের কর্মীদের পাশাপাশি পরিদর্শনে আসেন খয়রাশোল ব্লকের বিডিও ডক্টর সৌমেন্দু গাঙ্গুলী, সমাজসেবী কাঞ্চন দে, শিক্ষক উজ্জ্বল হোক কাদেরীসহ অন্যান্য বিশিষ্টজনেরা।