২৪আগস্ট বিরুলিয়ায় সমবায় নির্বাচনে BJP জয়লাভের পর বিজয় মিছিল থেকে তৃণমূলকংগ্রেসের এক মহিলা নেত্রী সহ অন্যান্য কর্মীদের উপর বর্বরিত আক্রমন,এবং দেশে BJP শাসিত রাজ্য গুলিতে বাঙালি নিপীড়নের প্রতিবাদে আজ বিরুলিয়া বাজারে প্রতিবাদ সভা করলো তৃণমূলকংগ্রেস। এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ব্লক ও আঞ্চলিক স্তরের নেতৃত্ব গন