পূর্ব মেদিনীপুর জেলার মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহম্মদপুর পাকা পুল সংলগ্ন এলাকায় BJP সমর্থকের দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।আজ এক সাক্ষাৎকারে BJP মন্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়া বলেন তৃণমূল নিজের ক্ষমতা জাহির করতে এলাকায় তোলা আদায় করতে আসে।এবং দোকান দারের উপর চড়াও হয়। লুটপাট করে। যদিও এই ঘটনাকে অস্বীকারকরেছেন ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ। তিনি বলেন BJP মহম্মদপুর পুর পাকা পুল এলাকা কে সন্ত্রাসের মুক্তঞ্চল করতে চেয়েছিল।এখানেই সাধারণ মা