বীরভূম জেলা পুলিশের উদ্যোগে জেলাজুড়ে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে পালন হলো রাখী বন্ধন উৎসব। কাঁকরতলা থানার ওসি মহম্মদ সাকিব ও পুলিশ কর্মীরা থানা প্রাঙ্গন ও হজরতপুর বাসস্ট্যান্ডে পথচলতি মানুষ ও গাড়িচালকদের হাতে রাখী বেঁধে মিষ্টি মুখ করান। এ কর্মসূচি পুলিশ ও জনসাধারণের সম্পর্ক আরও দৃঢ় করবে বলে মত স্থানীয়দের। শনিবার দুপুর তিনটে নাগাদ এমন চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়।