হাইলাকান্দিতে সারের অভাবে কৃষক সহ সার বিক্রেতারা ভোগান্তিতে। তবে খুব শীঘ্রই বরাক সহ হাইলাকান্দিতে সার এসে পৌছবে। কিন্তু তাহা কৃষকদের চাহিদার তুলনায় কম হবে। তবে এ মাসে পরবর্তী একটা এলটমেন্ট এসে যাবে বলে আজ শুক্রবার হাইলাকান্দিতে সংবাদ মাধ্যমে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ প্রতিক্রিয়া দেন সার ব্যবসায়ী সমিতির জেলা কার্য্যকর্তারা। শুনে নেই, কি বললেন।