কয়লার পর এবার বালি পাচার নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসানসোলে আসানসোলের বার্নপুরে এক কর্মসূচিতে যোগ দিতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বিকাল ৫টায় সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আসানসোলের রানীগঞ্জ জামুরিয়া সহ আসানসোলের ডান দিক ও বাঁ দি ক খালি হয়ে রয়েছে। বালি পাচার নিয়ে সরব হতে দেখা গেল বিরোধী দলনেতাকে। তিনি বলেন নদীগুলো থেকে বালি তুলে নেয়া হয়েছে। ১০০ টাকা রাজস্ব উঠলে সরকার পাচ্ছে কুড়ি টাকা । রাস