প্রত্যেক বছরের মতো এবারও অতি ধুমধাম সহিত বার্ষিক শনি পূজার আয়োজন করা হয়, হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী দেশওয়ালি পাড়া শনি মন্দিরে। দেশওয়ালি পাড়ার বাসীর পরিচালনায় দেশলীপাড়ার শনি মন্দিরের পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ঢাক, ঢোল বাজিয়ে বার্ষিক শনি মহারাজের পূজার আয়োজন করলেন এলাকাবাসীরা, শনিবার সন্ধ্যে ছটা থেকে শুরু হয় শনি মহারাজের পুজো, এই পুজোতে এলাকার ছোট থেকে বড় সকলেই সামিল হন,শেষে উপস্থিত ভক্তদের মধ্যে খিচুড়ি ভোগ বিতরণ করা হয়