তিলথৈ কল্যাণ সংঘ্য ক্লাবের উদ্যোগে তিলথৈ রূপচরন দ্বাদশ মান বিদ্যালয় মাঠে আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত যুবারাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন যুবারাজনগর আরডি ব্লকের চেয়ারম্যান অপর্ণা সিনহা সহ অন্যান্যরা।