কোয়েল বর। বয়স মাত্র ১৭ বছর। কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ৫৩ কেজি বিভাগে জোড়া সোনা। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের পুরানো রেকর্ড ভেঙে ওজন তুলেছেন ১৯২ কেজি। গড়েছেন নতুন রেকর্ড। বাবা সাঁকরাইল এর ধুলোগড়ে মুরগির মাংস বিক্রি করেন। দারিদ্রতাকে তুড়ি মেরে উড়িয়ে জোড়া সোনা জয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সে "সোনার মেয়ে"। তার বাবা মা এবং প্রতিবেশীরা জানিয়েছেন তারা কোয়েলকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন।