চলমান “সতর্কতা – আমাদের যৌথ দায়িত্ব” অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ ঝলঝলিয়া এলাকায় মালদা ডিআরএম অফিসে এক বিশেষ সতর্কতা সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়। এই অভিযানের সময়কাল ১৮ই আগস্ট থেকে ১৭ই নভেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারিত হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার ও প্রধান সতর্কতা আধিকারিক দীপক নিগম এবং মালদা বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মণীশ কুমার গুপ্ত।