সাম্প্রতিক অতীতে প্রতিনিয়ত অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বিরাট সংখ্যক কচ্ছপের। আজও এই মৃত্যুর কোন কূল কিনারা করতে সক্ষম হয়নি প্রশাসন।কোচবিহার শহরকে হেরিটেজ শহরের তকমা দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।এই হেরিটেজ শহরের ম্যাসকট হল কোচবিহারের ঐতিহ্যবাহী বানেশ্বর শিব মন্দিরের কচ্ছপ বা মোহন।গত তিন বছর আগে থেকে একের পর এক মোহন অসুস্থ হতে থাকে বানেশ্বরের শিব দিঘিতে, মৃত্যু মিছিল শুরু হয় মোহনদের। প্রশাসনকে যথাযথ উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন পশু প্রেমী সংস্থা।