কোর্টের রায়ে এক ব্যক্তির রায়তি জমির সামনে PWD-র জায়গা থেকে জবরদখলমুক্ত উচ্ছেদ অভিযান চালাল প্রশাসন। শুক্রবার এমনই উচ্ছেদ অভিযানের ছবি নজরে এল হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের কৃষ্ণনগর বুড়িতলা এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসীন্দা দিবাকর মন্ডলের বাড়ির সামনে রয়েছে পিডব্লউডির জায়গা। সেই পিডব্লউডির জায়গাতেই দীর্ঘ কয়েক দশক ধরে শম্ভু এবং সঞ্জয় সাহা নামে দুই ভাইয়ের পরিবারের ঘরবাড়ি তৈরি করে বসবাস করছিলেন। অভিযোগ এই কারণে সমস্যা পড়ছিলেন দিবাকর মন্ডলের পরিবার।