সোমবার চেংমারি গ্রাম পঞ্চায়েতের বড় দলদলিতে বাপের বাড়ি থেকে উদ্ধার হল গৃহবধূর ঝুলন্ত দেহ। মৃতার নাম বাসন্তী রাভা(২৭)। চেংমারি গ্রাম পঞ্চায়েতেরই ঘাকসাপাড়া গ্রামে বাসন্তীর বিয়ে হয়। তার ৮ বছরের একটি পূত্র সন্তান রয়েছে। গত শনিবার বাসন্তী বড় দলদলি এলাকায় বাপের বাড়িতে আসে। সোমবার তাকে বাড়ির ঘরে ঝুলন্ত অবস্থায় দেখেন পরিবারের সদস্যরা। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে আনা হয়। শারিরীক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।