নানান অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক দিবস পালিত হল বাহারাল সাহাপুর প্রাথমিক বিদ্যালয়ে। এই উপলক্ষে বিদ্যালয়ের ছোটো ছোটো পড়ুয়ারা নাচ, গান, আবৃত্তি সহ নানান বর্ণময় অনুষ্ঠান পরিবেশন করেন। যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা বিদ্যালয় প্রাঙ্গণ।এই দিনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা পড়ুয়াদের মুখে এক চিলতে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। মিডডে মিলে পড়ুয়াদের পাতে পরিবেশন করেন মাংস-ভাত। তাই পেটপুরে ভুরি ভোজন করে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে পড়ুয়ারা।