বিষ খেয়ে আশঙ্কাজনক এক ব্যক্তিকে বুধবার বিকেলে নয়াগ্ৰাম থানার কলমাপুখুরিয়া গ্ৰাম থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হল নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে। তবে তিনি কি কারণে বিষ খেয়েছেন তা এখনও জানা যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ওই ব্যক্তির নাম সুবল বেসরা।বয়স ৪২ বছর। বাড়ি নয়াগ্রাম ব্লকের কলমাপুখুরিয়া এলাকার । বর্তমান তিনি চিকিৎসাধীন নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে।