হাড়োয়া ব্লকের ব্রাক্ষ্মণচক নেতাজী সংঘ।৫২ তম বর্ষ। রাজস্থানের একটি রাজ বাড়ির অনুকরনে তৈরি মন্ডপ।প্রতিমা নবদূর্গা,দূর্গা'র নটি রুপ মন্ডপের ভিতরে তুলে ধরা হয়েছে।মহাষ্টমীর অঞ্জলী দিতে মন্ডপে শতাধিক মানুষের ভীড় ছিল। পূজা কমিটির সম্পাদক তথা জেলা পরিষদের দলনেতা মৃত্যুঞ্জয় মন্ডল মঙ্গলবার বিকেল চারটে নাগাদ জানান, পূজার বাজেট প্রায় ৫ লাখ টাকা পূজার কটাদিন বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকান্ডের পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।