Barasat 1, North Twenty Four Parganas | Aug 27, 2025
দত্তপুকুরে চালতাডেড়িয়া মৃৎশিল্পী ব্যবসায়ী সমিতির উদ্যোগে গণেশ পূজা গণেশ চতুর্থী উপলক্ষে বারাসাত ১ নম্বর ব্লকের দত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সারদাপল্লী এবং চালতাবেরিয়ার মৃৎশিল্পীরা গণেশ পূজার আয়োজন করেন। 'দত্তপুকুর চালতাবেরিয়া মৃৎ শিল্পী ব্যবসায়ী সমিতি'-র উদ্যোগে এই পূজাটি অনুষ্ঠিত হয়, যা এবার তাদের দশম বর্ষে পদার্পণ করল। এই অঞ্চলের মৃৎশিল্পীরা সারা বছর বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি করেন, যার মধ্যে গণপতি বাপ্পার প্রতিমাও রয়েছে। দেশজুড়ে বিভিন্ন