পুরুলিয়ার সাঁতুড়ি ব্লকের অন্তর্গত গড়শিখা গ্রাম পঞ্চায়েতের কালীপাহাড়ী গ্রামে অতি বৃষ্টিপাতের জেরে ভেঙে পড়ল এক আদিবাসী নেতার মাটির বাড়ি।বাড়ি মালিক প্রাণে বাঁচলেও মৃত্যু হল একাধিক গৃহপালিত পশুর ।ঘটনা সূত্রে জানা যায়,পুরুলিয়া জেলাজুড়ে নিম্নচাপের জেরে চলছে অতি বৃষ্টিপাত।যার ফলে জেলায় ইতিমধ্যেই বাড়ি ভেঙে একাধিক জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।এর আগেও সাঁতুড়ি ব্লকের নিমটিকুরি গ্রামের বাসিন্দা তুলনাথ সোরেণ নামে এক ব্যক্তির মাটির বাড়ি ভেঙে পড়েছিল।