দণ্ডপানিতলা ঘাট দুর্গোৎসব কমিটির ১৮ তম বর্ষে এবছরে পুজোর থিম গ্রাম বাংলা থেকে ক্রমশ হারিয়ে যাওয়া পটের পটভূমিতে উমা,বাজেট ৭ লক্ষ টাকা,শারদীয়া উৎসবে বিগ বাজেট থেকে পুজোর থিম,সবেতেই এগিয়ে শহরের দক্ষিণাঞ্চল,থিম পুজো গুলির সঙ্গে সমানে পাল্লা দিচ্ছে দণ্ডপানিতলা ঘাট দুর্গোৎসব কমিটি,গ্রাম বাংলা থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে পট চিত্র বা পট শিল্প,বর্তমান প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে মন্ডপ ও প্রতিমাকে সাজিয়ে তোলা হয়েছে পট চিত্র দিয়ে।