আগামী ১১ তারিখ বিভিন্ন দাবিতে ঝালদার মহকুমার এসডিওকে ডেপুটেশন দেবে ঝালদা ২ নম্বর ব্লকের বামনিয়া বেলাডি অঞ্চল সিপিআইএম নেতৃত্ব। তাই সে বিষয়ে আজকে দুপুরে দলের পক্ষ থেকে একটি প্রস্তুতি বৈঠক করা হলো স্থানীয় টালি সেন্টার এলাকায় । সেখানে বিড়ি কারিগর ইউনিয়নের জেলা সভাপতি, সম্পাদক সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন ।