সারা রাজ্যের পাশাপাশি স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম সম্মেলনকে সম্মান জানিয়ে বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে দক্ষিণ দিনাজপুরের ফ্রেন্ডস ইউনিয়ন ময়দানে শুরু হলো নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বুধরাই টুডু, বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আয়োজক সূত্রে জানা গেছে, জেলা পর্যায়ের এই টুর্নামেন্টে মোট ২৬টি দল অংশ নিচ্ছে।