সূরা প্রেমীদের জন্য দুঃসংবাদ,দুর্গাপুজোয় মদের দোকান বন্ধ। দুর্গা পুজোয় এবার বিজয় দশমীতে বন্ধ থাকছে মদের দোকান। শনিবার বিকেল পাঁচটা নাগাদ সূত্র মারফত জানা গিয়েছে, গোটা রাজ্যে সব কটি মদের দোকান ওই দিন বন্ধ থাকবে। গত ২০১৬ সাল থেকে রাজ্যে দুর্গাপুজোর দিনগুলিতে নির্দিষ্ট 'ড্রাই ডে 'রাখা হয়নি। কিন্তু এবছর ২ অক্টোবর গান্ধী জয়ন্তী। এদিকে বৃহস্পতিবার সেই দিনেই বিজয় দশমী।