বামপন্থী সংগঠন সি আই টি ইউ, ছাত্র যুব খেতমজুর মহিলা সমিতি মেমারি ১ পূর্ব এরিয়া সমম্বয় কমিটির উদ্যোগে মেমারির প্রাক্তণ বিধায়িকা মহারানী কোঙারের স্মরনে শনিবার সকালে তৃতীয় বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো মেমারির কালিতলায় সিপিআইএম পার্টি অফিসে। রক্তদান শিবিরে ৩ জন মহিলা সহ মোট ২৮ জন স্বেচ্ছায় রক্তদান করেন।