Canning 1, South Twenty Four Parganas | Sep 7, 2025
সারা বাংলা জুনিয়র ওয়াটার পোলো চাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল রবিবার তালদি সুইমিং সেন্টারে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট ৬ দল অংশ নেয়। এদিন ফাইনালে কলকাতা স্পোর্টস অ্যাসোসিয়েশান তালদি সুইমিং সেন্টারকে ১১-০৮ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উদ্যোক্তাদের তরফে এদিন সম্মান জানানো হয় বাংলার দুই সাঁতারু প্রত্যয় ভট্টাচার্জ ও রবিন বলদেকে। এদিনের প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বেঙ্গল অ্যামেচার সুইমিং এসোসিয়েশানের ওয়াটার পোলো সম্পাদক সুব্রত চক্রবর্তী, জেলা ক্রিড়া সংঘের সম্পাদক সুপ্র