কাটোয়া কলেজের অধ্যাপকদের গাফলতীতে ৯২ জন ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত। এদিন সোমবার ফের অধ্যক্ষ ঘেরাও। পরবর্তী সময় কাটোয়া কলেজের তৃণমূল ছাত্র পরিষদ এবং কাটোয়া শহর তৃণমূল ছাত্র পরিষদ যৌথ উদ্যোগে অধ্যক্ষের কাছে ডেপুটেশন জমা দিলেন তারা তারা জানা গিয়েছে কাটোয়া কলেজের ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইন্টারনাল পরীক্ষার নাম্বার পোটালে না তোলায় তাদের ফল অসম্পূর্ণ এসেছে ফলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এম এর ফরম ফিলাপ কোনভাবেই করতে পারছেন না।