মালদা জেলা তৃণমূল কংগ্রেসের রদবদল হয়। পাশাপাশি গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের রথ বদল হয় এদিন রবিবার। গাজোল ব্লকের তৃণমূল কংগ্রেসের মাদারের সভাপতি নবনিযুক্ত হলেন রাজকুমার সরকার। সহ সভাপতি প্রসূন রায়।সনাতন টুডু ,কৃষ্ণ সিংহ। এছাড়া গাজোল ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি হলেন সুরজিৎ সাহা ও গাজোল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন মিনু সাহা। এছাড়া গাজোল ব্লক আই এন টিটি ইসির নবনিযুক্ত সভাপতি হলেন সেরাজুল ইসলাম। সকলে উপস্থিত হন গাজোল কদুবা