কীর্ণাহার থানা এলাকার ফুটিসাঁকো সংলগ্ন স্থানে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের আহত আরও এক। ঘটনাটি ঘটেছে শনিবার আনুমানিক দুপুর ১২টা নাগাদ।পরিবার সূত্রে জানা গেছে, বছর কুড়ির মৃত যুবক সুদেব পাল (রকি)। সে লক্ষ্মী পুজো উপলক্ষে কীর্ণাহারের পরোটা গ্ৰামের পিসির বাড়ি বেড়াতে এসেছিলো।এদিন সুদেব পিসির বাড়ি থেকে সকাল ১১টা ৩০ নাগাদ বেরিয়ে তাঁর বন্ধু কে মোটর বাইকে চাপিয়ে নিয়ে কেতুগ্ৰাম থানা এলাকার বহরা গ্ৰামে নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল আর মধ্যেই এই ঘটনায়।