আবারো সোনামুড়া টু কাঠালিয়া মূল সড়কের নতুন বাজার পার্ক সংলগ্ন এলাকা ভয়াহ জান দুর্ঘটনা। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত তিনজন। তারা হলেন ঝুমা খাতুন, জুলসের নেসা,রাসেল হোসেন। প্রত্যেকের বাড়ি কমলনগর এলাকা। তাদেরকে প্রথমে সোনামুড়া হাসপাতালে আনা হলে, পরবর্তীকালে মেলাঘর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা মেলাঘর হাসপাতালে চিকিৎসাধীন