শুক্রবার দুপুরে জোনাল রাইস মিল ইলামবাজার ইফকো এম সির মেগা ফারমাস মিটিংএর আয়োজন করা হয়। আর উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলকাতা পশ্চিমবঙ্গ আর বি এম বিশ্বরূপ কামডি , বীরভূম ডিস্ট্রিক্ট সিনিয়র এমডিএ আশিস মণ্ডল,ইলামবাজার জোনাল রাইস মিলের ম্যানেজার স্বপন ব্যানার্জি । এই আলোচনা সভায় ইফকো এমসিস সমস্ত কীটনাশক সম্বন্ধে আলোচনা করা হয়। শুক্রবার দুপুরে এই সভাকক্ষে প্রায় ১০০ জন কৃষকদের নিয়ে বিশেষ আলোচনা করা হয় বলে জানা যায়।