এসএসসি পরীক্ষা দেওয়ার আগে দুর্ঘটনায় কবলে পড়লো পরীক্ষার্থীদের টোটো গাড়ি কাকদ্বীপ বিধানসভার সীমা বাঁধ সংলগ্ন এলাকার কাছে টোটো গাড়ি ও বাস বোঝাই ভ্যানের সংঘর্ষে জেরে আহত হয় টোটো তে থাকা তিনজন পরীক্ষার্থী স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে ওই পরীক্ষার্থীদের কাকদ্বীপ হসপিটাল নিয়ে আসে চিকিৎসার জন্য চিকিৎসার পরেই পরীক্ষার্থীরা পরীক্ষা হলে পরীক্ষা দিতে যায়।