পরিযায়ী শ্রমিককে আটকে রেখে মুক্তিপণ চেয়ে প্রাননাশের হুমকি। হুমকি ফোন পেয়ে আতঙ্কে পরিযায়ী শ্রমিকের পরিবার।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে মালদহের চাঁচল থানার কলিগ্রামে।পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে,দুই মাসের দাদন চুক্তিতে দিল্লিতে রাজমিস্ত্রির কাজে যান কলিগ্রাম ইমামবাড়ার যুবক নুর আলম।কলিগ্রামরের প্রাণসাগর এলাকার ঠিকাদার পিয়ার মোহাম্মদের সঙ্গে কাজে।দাদন চুক্তি শেষ হলেও বাড়ি ফেরিনি নুরআলম।অভিযোগ,মঙ্গলবার হঠাৎই একটি অপরিচিত নম্বর থেকে নুর আলমের স্ত্রীর কাছে