SSC চাকরি হারাদের তালিকায় জ্বলজ্বল করছে খানাকুলের একাধিক তৃণমূল নেতা-নেত্রীদের নাম।শনিবার 1804জন অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করে SSC।তালিকায় 1241 নং নাম রয়েছে তৃণমূলের বর্তমান হুগলি জেলা পরিষদের সদস্য সাহিনা সুলতানা-র নাম। 316 নং তৃণমূলের দাপুটে নেতা বিভাস মালিকের নাম।1332 নং তার স্ত্রী সন্তোষী মালিক নাম।তালিকায় নাম রয়েছে খানাকুল 1নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নঈমূল হক এর স্ত্রী নমিতা আদকের নাম রয়েছে 915।প্রভাবশালী নেতাদের নাম উঠতেই শোরগোল পড়েছে।