This browser does not support the video element.
আরামবাগ: দুর্গেশনন্দিনী উপন্যাস খ্যাত কাঁঠালি কালীমন্দিরের চুরির ঘটনার কিনারা করলো পুলিশ,উদ্ধার চুরি যাওয়া জিনিসপত্র,গ্রেপ্তার 1
Arambag, Hooghly | Sep 1, 2025
দুর্গেশনন্দিনী উপন্যাস খ্যাত কাঁঠালি কালীমন্দিরের চুরির ঘটনার কিনারা করলো পুলিশ,উদ্ধার চুরি যাওয়া জিনিসপত্র,গ্রেপ্তার 1।জানা গেছে,গত 25শে আগস্ট গোঘাটের কাঁঠালি কালী মন্দিরে চুরির ঘটনা সামনে আসে।ওই দিনই অভিযোগ দায়ের হয় থানায়।অভিযোগের ভিত্তিতে গত 27 শে আগস্ট গোঘাটের আমরাপাঠ এলাকার বাসিন্দা সুমন বাগকে গ্রেফতার করে পুলিশ।তাকে হেফাজতে নিয়ে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করে।সোমবার তাকে আদালতে পাঠিয়ে নিজের দপ্তরে সাংবাদিক করেন আরামবাগ SDPO।