ইসলাম ধর্ম শান্তির প্রতীক এই বার্তাটি ছড়িয়ে দিতে শুক্রবার ইসলাম ধর্মের প্রবর্তক মহানবীরের জন্মদিন উপলক্ষে র্যালি আয়োজন করা হয় জালাল মিয়া নেতৃত্বে। মহানবীর জন্মদিন উপলক্ষে এদিন গোমতী জেলার উদয়পুর দাতারাম এলাকায় এক সুবিশাল র্যালি আয়োজন করা হয়। জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন এর উদ্যোগে পেরাতিয়া বাজার থেকে দাতারাম বাজার পর্যন্ত হয় এই র্যালি হয়। শান্তির দূত মহানবী হজরত মুহাম্মদ সারা বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছিলেন।