পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার শহর জুড়ে শতাধিক বিগ বাজেটের দুর্গাপুজো ও বনেদি বাড়ি সহ ঐতিহাসিক পুজোর বিশেষত্ব অনেকেরই জানা রয়েছে। কিন্তু কাঁকসার জঙ্গল মহলের গভীর জঙ্গলে এক আদিবাসী সম্প্রদায়ের দুর্গাপুজো আজও অনেকেরই অজানা। কাঁকসা ব্লক জঙ্গলমহল নামেই পরিচিত। জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান ইতিহাস। এই জঙ্গলে রয়েছে বহু আদিবাসী গ্রাম। তেমনই একটি আদিবাসী গ্রামে বহু বছর ধরে সকলের অজান্তেই হয়ে আসছে আদিবাসী সম্প্রদায়ের দুর্গাপুজো।কোন ব্রাহ্মণ পুরোহিত নেই।