দেশজুড়ে পালিত হচ্ছে ঈদ মিলাদ-উন নবী বা নবী দিবস। কলকাতার অলিগলিতে স্বাম্মানে পালিত হচ্ছে। শেষ নবী হজরত মুহাম্মদ সাহেবের জন্মদিন হিসেবে মুসলমানদের মাঝে পালিত হয় এই উৎসব। ইসলাম ধর্মাবলম্বী মানুষ এদিনটি কে মহাসমারোহে উদযাপন করেন। কলকাতায় বিভিন্ন এলাকায় নবী দিবস কে কেন্দ্রে করে সেজে উঠেছে অলিগলি। উদযাপিত হচ্ছে ঈদ মিলাদ উন নবী বা নবী দিবস। গলি থেকে মোহাল্লা সেজে উঠেছে বিভিন্ন সাজে।