বিধানসভা নির্বাচন কে সামনে রেখে আজ অর্থাৎ বৃহস্পতিবার নানুর ১নং মণ্ডলের ১৭০ ও ১৭১নং বুথের দায়িত্বে থাকা বিজেপির নেতৃত্ব দের নিয়ে কীর্ণাহারে আয়োজিত হয়েছিল বুথ ভেরিফিকেশন এর কাজ ও দলীয় কর্মসূচি নিয়ে বিশেষ বৈঠক।জানা গেছে, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোন ভুয়ো ভোটার রয়েছে কিনা বিজেপির মধ্যে বা কোন এলাকায় তা চিহ্নিত করতে ও ভোটার তালিকা ক্ষতিয়ে দেখে সঠিক পরিচয় পত্র ঠিক ঠাক রয়েছে কিনা মূলত তা নিয়েই এই বুথ ভেরিফিকেশন। এছাড়াও আগামী দিনে বিধানসভা।