পূর্ব মেদিনীপুর জেলা কাঁথির ডিঙ্গলবেরিয়া এলাকায় উল্টে গেল একটি মাল বোঝা লরি স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামনে থেকে একটি গাড়ি হঠাৎ চলে আসায় মাল বোঝায় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চলে যায় গাড়ির মধ্যে সিমেন্ট থাকার ফলে বৃষ্টি ভেজা নরম মাটি পেয়ে চাকা বসে গিয়ে উল্টে যায় গাড়ির ড্রাইভার সামান্য হতে হলে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা করা হয় |খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁথি থানার পুলিশ |