চোরের বাড়ি উদুপুর,আর মাছ চুরি করলো মেলাঘর। মেলাঘরে মাছ চুরির দায়ে মেলাঘর তেল কাজলা উদুপুরের এক যুবক আটক।আর এই মাছ চুরির মূল মাস্টার হলেন তেলকাজলা পঞ্চায়েত সংলগ্ন জাহাঙ্গীর হোসেন। মেলাঘর মোটর স্ট্যান্ড সংলগ্ন দেবনগরে এক মাছ ব্যবসায়ী,জাহাঙ্গীর হোসেন এর কাছ থেকে দুই বছর আগে ২ লক্ষ টাকার বিনিময়ে একটি পুকুর লিজ নেন।