খুঁটি দাঁড়িয়ে থাকলেও ভেঙে পড়েছে বাতি। ফলে সন্ধ্যা নামতেই অন্ধকারে ডুবছে মঙ্গলকোটের জয়পুর থেকে ইসন্ডা ও বাজেপ্রতাপুর যাওয়ার তিনমাথার মোড়টি। ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ এমনই দৃশ্য দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বিকল হয়ে রয়েছে এই সোলার বাতিটি। স্থানীয়দের অভিযোগ বাতিটি বসানোর পর মাস ছয়েক জ্বলে, তারপরেই নষ্ট হয়ে যায় বাতিটি।