ভুতনি বাঁচাতে এবারে গণ-আন্দোলনের ডাক দিল ছাত্র-যুবরা। উত্তর চন্ডিপুর এলাকার থেকে বুধবার উৎসবের আনন্দের মাঝেই ভুতনি বাঁচাতে একটি পদযাত্রা করলো ছাত্র যুবরা। ভুতনি বাঁচাতে হবে ভাঙ্গন থেকে রক্ষা করতে হবে বাধ সঠিকভাবে তৈরি করতে হবে, মানুষকে আশ্বস্ত করতে হবে। বিভিন্ন রকম দাবিদাওয়া কে সামনে রেখে ভূতনীর উত্তর চন্ডিপুর এলাকা পরিক্রমা করলো। প্রতিবছরই বাঁধ ভেঙে গোটা ভূতনি ভাসছে মানুষ বিপদের সম্মুখীন হচ্ছে প্রাণ যাচ্ছে।সেগুলি থেকে রেহাইয়ের দাবিতে পথে ছাত্র যুবরা।